চট্টগ্রামে সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি ও ছেলেকে গ্রেপ্তারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
- By Jamini Roy --
- 27 October, 2024
আজ রবিবার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ফাঁসি ও তাঁর ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ও সাধারণ জনতা। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণের’ ব্যানারে সকাল দশটায় এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফজলে করিম চৌধুরীর ফাঁসি ও আদালতে সরাসরি হাজির না করায় প্রতিবাদ জানায়। বক্তারা দাবি করেন, ফজলে করিম আওয়ামী লীগ সরকারের সময়ে রাউজানে অত্যাচারের শাসন চালিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসাতেন। বক্তারা বলেন, দেশের অন্যান্য গ্রেপ্তারকৃত নেতাদের ভার্চ্যুয়াল শুনানির সুযোগ দেওয়া হয়নি, অথচ ফজলে করিমকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। এ আদেশ অবিলম্বে বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়।
বিক্ষোভে ফজলে করিমের ছেলে ফারাজ করিমকে তাঁর বাবার অস্ত্রভান্ডারের রক্ষক হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় এ বি এম ফজলে করিম ও দুই সহযোগীকে আটক করে বিজিবি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।